Thursday, July 19, 2012

অটিজমের প্রাথমিক ধারনা

শিশুদের মস্তিস্কের বিকাশে প্রতিন্ধকতার জন্যই আটিজম। সাধারণতঃ অটিস্টিক ব্যক্তিদের ভিতরে দুটি বিষয়ে সীমাবদ্ধতা ও একটিতে অতিরিক্ততা দেখা যায়।


সীমাবদ্ধতার দিকগুলি হল
ক. মৌখিক ও অমৌখিক যোগাযোগ
খ. স্বাভাবিক সামাজিক আচরণ,


এবং অতিরিক্ততার দিকটি হল পূনরাবৃত্তিমূলক আচরণ ও অন্যান্য।


অটিজম খুবই ব্যাপক। তাই এটাকে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (ASD) বলে।


অটিজম পুরোপুরি সারানো না গেলেও দ্রুত সনাক্ত করে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে এর অনেক উন্নতি করা যায়।


অটিজম কোন মানসিক রোগ বা মানসিক প্রতিবন্ধকতা নয়।

No comments:

Post a Comment