Thursday, July 19, 2012

CHAT- Checklist for Autism in Toddlers

আঠারো মাসের মধ্যে একটি শিশুকে যেসব পরীক্ষা করা উচিৎঃ


ক. অভিভাবককে প্রশ্নঃ
               ১। শিশুটি কোন মিছামিছি কল্পনাযুক্ত খেলা খেলতে পারে কি না
               ২। পছন্দের জিনিস আঙ্গুল দিয়ে দেখাতে পারে কি না
              
খ. বিশেষজ্ঞ কর্তৃক লক্ষণীয়
              ১। শিশুটি চোখে চোখে তাকায় কি না
              ২। পছন্দের জিনিসের দিকে আঙ্গুল দিয়ে দেখালে শিশুটি সেদিকে তাকায় কি না
              ৩। শিশুটি চা বানানো সহ অন্যান্য কাজের ভান করতে পারে কি না
              ৪। লাইট না ফ্যান ইত্যাদি দেখাতে বললে দেখাতে পারে কিনা


উপরোক্ত  পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হতে না পারলে ১৮ মাসের একটি শিশুর অটিজম আছে বলে ধরে নেয়া যেতে পারে। এবং সে ক্ষেত্রে তার জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিৎ

No comments:

Post a Comment