Thursday, July 19, 2012

বাসায় গঠনমূলক প্রোগ্রাম

অটিস্টিক শিশুর চিকিৎসার পাশাপাশি বাসায় যেসব গঠনমূলক প্রোগ্রাম হাতে নিলে ওদের কম সময়ে বেশি উন্নতি সম্ভব সেগুলি হলঃ


১। পরিবারের নিজস্ব রুটিনে সকলের অংশগ্রহণ
২। শিশুর পছন্দসই বাড়ির পরিবেশ
৩। গ্রহণযোগ্য যোগাযোগ, সামাজিকতা, খেলাধুলার ব্যবস্থা নেয়া
৪। ছবির মাধ্যমে শিশুর যোগাযোগ বাড়ানো
৫। অগ্রাধিকার ভিত্তিতে যেসব কাজ করানো উচিৎ সেগুলি হলঃ
                         ক. টয়লেট ট্রেইনিং
                         খ. দাঁত ব্রাশ
                         গ. কাপড় পরা
                         ঘ. খাবার গ্রহণ 
                         ঙ. খেলাধুলা ও শোয়া
৬। শিশুর প্রশংসা করা এবং বিভিন্ন ভাল কাজে পুরস্কার প্রদান করা
৭। ভাই-বোনদের সাথে কাজে ও খেলাধুলায় অংশগ্রহণ করানো
৮। আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া এবং ওদেরও বেড়াতে আসতে উৎসাহিত করা
৯। বিভিন্ন খেলা ও কাজে সবসময় ব্যস্ত রাখা
১০। স্কুলে যাওয়া শিশুদের শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা
১১। পছন্দ করার সুযোগ দেয়া
১২। ছোট ছোট অর্জনকে উৎসাহ দেয়া ও শিশুকে আদর করা।

No comments:

Post a Comment